ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নিজের বাঙ্কারে ফিরে যান: ট্রাম্পকে সিয়াটলের মেয়র

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৩, ১২ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
নিজের বাঙ্কারে ফিরে যান: ট্রাম্পকে সিয়াটলের মেয়র

জর্জ ফ্লয়েডের মৃত্যুতে বর্ণবাদবিরোধী বিক্ষোভ এখনও চলছে যুক্তরাষ্ট্রের পশ্চিমের শহর সিয়াটলে। স্থানীয়রা ব্যবস্থা না নিলে সেখান থেকে বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে বৃহস্পতিবার সিয়াটলের মেয়র তাকে বলেছেন, ‘আপনি নিজের বাঙ্কারে ফিরে যান।’

সিয়াটলে পুলিশমুক্ত স্বায়ত্তশাসিত অঞ্চল ‘ক্যাপিটাল হিল’ থেকে বিক্ষোভকারীদের সরাতে ট্রাম্পের হস্তক্ষেপের হুমকি ভালোভাবে নেননি মেয়র জেনি ডারকান। শহরের পুলিশ বিভাগের সঙ্গে আলোচনা করে শান্তিপূর্ণ বিক্ষোভ চলছে সেখানে। সিয়াটলের সঙ্গে ওয়াশিংটনের মেয়রকেও একই হুমকি দেন ট্রাম্প।

বুধবার টুইটারে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ‘এখনই নিজের শহর থেকে বিক্ষোভকারীদের হটান। আপনারা তা না করলে আমিই করবো।’ পরের টুইটে তিনি আরও আগ্রাসী, ‘এটা কোনও খেলা নয়। এই নোংরা নৈরাজ্যবাদীদের অবশ্যই থামাতে হবে। দ্রুত করুন।’

ট্রাম্পের টুইটের জবাব দিতে বেশি দেরি করেননি মেয়র ডারকান, ‘আমাদের সবাইকে নিরাপদে থাকতে দিন। নিজের বাঙ্কারে ফিরে যান আপনি।’

ওয়াশিংটনের মেয়র জে ইনসলিও মুখ বুজে থাকেননি। তিনি লিখেছেন, ‘যে ব্যক্তি নিজের প্রশাসন চালাতে অক্ষম, ওয়াশিংটন নিয়ে তার মাথা ঘামানো উচিত নয়।’

গত ২৫ মে মিনিয়াপোলিসে পুলিশের নির্যাতনে মারা যান কৃষ্ণাঙ্গ নাগরিক ফ্লয়েড। মাটিতে উপুড় করে রেখে হাতকড়া পরানো অবস্থায় শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা হাঁটু দিয়ে তার গলা চেপে ধরে রাখেন ৯ মিনিট। শ্বাসরোধে হত্যা করা হয় তাকে।

সিএনএন এক প্রতিবেদনে জানায়, ওই হত্যাকাণ্ডের জের ধরে হোয়াইট হাউজের বাইরে বিক্ষোভকারীরা জড়ো হলে সিক্রেট সার্ভিস এজেন্টদের সহায়তায় বাঙ্কারে লুকান ট্রাম্প।

 

ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়