ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মনমোহন সিংয়ের বাড়ির বাইরে কোয়ারেন্টাইন নোটিশ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০২, ১৩ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
মনমোহন সিংয়ের বাড়ির বাইরে কোয়ারেন্টাইন নোটিশ

কদিন আগেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মনমোহন সিং। জ্বর থাকায় তার করোনাভাইরাস পরীক্ষা করা হয়, ফল আসে নেগেটিভ। সুস্থ হয়ে বাড়িও ফেরেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী। কিন্তু হঠাৎ করে তার বাসভবনের সামনে করোনা-কোয়ারেন্টাইন নোটিশ হইচই ফেলে দিয়েছে। ৮৭ বছরের বর্ষীয়ান নেতার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ ছড়িয়ে যায়।

মনমোহনের দিল্লির ৩, মতিলাল নেহরু প্লেসের বাসভবনের বাইরে কোয়ারেন্টাইন নোটিশ টাঙানোর খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। এমন খবরে দুবারের প্রধানমন্ত্রীর করোনা হয়েছে বলে গুঞ্জন উঠেছিল কংগ্রেসের নেতাদের মধ্যে। তবে জল্পনা-কল্পনার ডালপালা বেশি বাড়তে দেয়নি সংবাদমাধ্যমটি।

জানা গেছে, সুস্থই আছেন মনমোহন। তার বাসার গৃহপরিচারিকার মেয়ে করোনায় আক্রান্ত হয়েছেন। সার্ভেন্ট কোয়ার্টারে পরিচারিকাদের কোয়ারেন্টাইনে পাঠানোর পরই নোটিশ টাঙানো হয়।

তবে মনমোহন ধীরে ধীরে আগের চেয়ে সুস্থ হচ্ছেন। কংগ্রেসের শীর্ষ নেতারা জানান, বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছিলেন ৮৭ বছর বয়সী রাজনীতিবিদ।



ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়