ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চিলির স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২০, ১৩ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
চিলির স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

চিলির স্বাস্থ্যমন্ত্রী জাইমি মানালিচ শনিবার (১৩ জুন) পদত্যাগ করেছেন। তার পরিবর্তে একাডেমিশিয়ান ও মেডিক্যাল ডাক্তার অস্কার এনরিক প্যারিসকে নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। খবর আল জাজিরা ও ব্লুমবার্গের।

নতুন স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বের বিষয়ে চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা বলেছেন, ‘নতুন স্বাস্থ্যমন্ত্রীর প্রথম মিশন হবে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করা। তবে তাকে পাবলিক ও প্রাইভেট স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন নিয়েও কাজ করতে হবে।’

দায়িত্ব ছাড়ার আগে শনিবার শেষবারের মতো সংবাদ সম্মেলনে আসেন মানালিচ। সংবাদ সম্মেলনে তিনি জানান গেল ২৪ ঘণ্টায় দেশটিতে মোট ২৩১ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ৬ হাজার ৫০৯ জন। তাতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৬৭ হাজার ৩৫৫ জন। যা ফ্রান্সের চেয়ে বেশি। এ পর্যন্ত মারা গেছে ৩ হাজার ১০১ জন।

দেশের জনসংখ্যার প্রতি ১০ লাখ হিসেবে চিলিতে আক্রান্তের সংখ্যা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি।

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়