ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সিঙ্গাপুরে অধিকাংশ আর্থিক খাত খোলার সিদ্ধান্ত

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৩, ১৫ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সিঙ্গাপুরে অধিকাংশ আর্থিক খাত খোলার সিদ্ধান্ত

চলতি মাসের ২ তারিখ থেকে লকডাউন তুলে নিতে শুরু করেছে সিঙ্গাপুর। প্রথম ধাপে তারা জরুরি এবং কম ঝুঁকিপূর্ণ আর্থিক খাত খুলে দেয়। এবার শুক্রবার থেকে অধিকাংশ ব্যবসা-বাণিজ্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। খবর আল জাজিরার।

তবে সিনেমা হল, পানশালা ও নাইটক্লাব খুলবে না দেশটি। এগুলো বন্ধ থাকবে আরো কিছুদিন।

এ বিষয়ে দেশটির মন্ত্রী লরেন্স ওং বলেছেন, ‘শুক্রবার থেকে নিরাপদ দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে সব ধরনের ব্যবসা-বাণিজ্য চালু করা যাবে। পাশাপাশি পাঁচজন একসঙ্গে দেখা সাক্ষাত করতে পারবেন। তবে এক্ষেত্রে একজন থেকে অপরজনকে কমপক্ষে ৩ ফুটের দূরত্ব বজায় রাখতে হবে।’

গেল দুই সপ্তাহ ধরে সিঙ্গাপুরে করোনা আক্রান্তের সংখ্যা স্থিতিশীল রয়েছে। দেশটিতে এ পর্যন্ত ৪০ হাজার ৮১৮ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে মাত্র ২৬ জন। সেরে উঠেছে ৩০ হাজার ৩৬৬ জন। চিকিৎসাধীন রয়েছে ১০ হাজার ৪২৬ জন।

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়