ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সীমান্তে লিয়াজোঁ দপ্তর উড়িয়ে দিয়েছে উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৭, ১৬ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সীমান্তে লিয়াজোঁ দপ্তর উড়িয়ে দিয়েছে উত্তর কোরিয়া

নিজেদের সীমান্তে থাকা একটি যৌথ লিয়াজোঁ দপ্তর বিস্ফোরণে উড়িয়ে দিয়েছে উত্তর কোরিয়া। সিউলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে পিয়ংইয়ং এটি গুঁড়িয়ে দিল।

দুই কোরিয়ার মধ্যে যোগাযোগ রক্ষায় ২০১৮ সালে কেইসং শহরের কাছে এই লিয়াজোঁ দপ্তরটি খোলা হয়েছিল। করোনা প্রাদুর্ভাবের পর গত জানুয়ারিতে দপ্তরটি খালি করে ফেলা হয়।

দক্ষিণ কোরিয়া এ ঘটনায় হুঁশিয়ারি দিয়ে বলেছে, উত্তর কোরিয়া পরিস্থিতি ক্রমাবনতির চেষ্টা করলে ‘কঠোর জবাব’ দেওয়া হবে।

দক্ষিণ কোরিয়ার পুনঃ একত্রীকরণ মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ২টা ৪৯ মিনিটে বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ বলেছে, ‘অমানুষ এবং যারা এই অমানুষদের আশ্রয় দিয়েছে, তাদের অপরাধের মূল্য’ এই বোমা হামলা, ‘যা ক্ষুব্ধ মানুষদের মানসিকতার প্রতিফলন।’

দক্ষিণ কোরিয়ায় অবস্থানকারী উত্তর কোরিয়ার পক্ষত্যাগীরা বেলুন উড়িয়ে উত্তর কোরিয়ায় প্রায়ই বিভিন্ন বার্তা ও সরঞ্জাম পাঠায়। সম্প্রতি এ নিয়ে দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা বাড়ছিল। গত মঙ্গলবার সিউলের সঙ্গে সবরকম যোগাযোগ বিচ্ছিন্নের ঘোষণা দেয় পিয়ংইয়ং। চলতি সপ্তাহের শুরুতে দুই কোরিয়াকে বিভক্তকারী সীমান্তের অসামরিক এলাকায় (ডিমিলিটারাইজড জোন) ঢুকে পড়ার হুমকি দেয় উত্তর কোরিয়ার সামরিক বাহিনী। সোমবার ‘যুদ্ধরেখাকে সুদৃঢ় দূর্গ বানানোর’ ঘোষণাও দেয় তারা।



ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়