ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

যুক্তরাষ্ট্র আর লকডাউন হবে না: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২২, ১৮ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
যুক্তরাষ্ট্র আর লকডাউন হবে না: ট্রাম্প

বুধবার ২৬ হাজারের বেশি আমেরিকান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে আটশ জনের বেশি। সংক্রমণ বেড়েছে টেক্সাস ও ফ্লোরিডার মতো অঙ্গরাজ্যে। তারপরও যুক্তরাষ্ট্রে আর লকডাউন ঘোষণা করা হবে না বললেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ফক্স নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বুধবার ট্রাম্প বলেছেন, ‘আমরা আবার দেশ বন্ধ করবো না। আমাদের তা করার দরকার পড়বে না।’ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ২২ লাখের বেশি করোনায় আক্রান্ত হয়েছেন এবং প্রাণহানি প্রায় ১ লাখ ২০ হাজার।

হোয়াইট হাউজের অর্থনীতি উপদেষ্টা ল্যারি কুডলো ও রাজস্ব বিভাগের সচিব স্টিভেন এমনুচিন বলেছিলেন, আর হয়তো অর্থনৈতিক শাটডাউন করবে না যুক্তরাষ্ট্র। তাদের মন্তব্যের পরপরই ট্রাম্পের লকডাউন না দেওয়ার ঘোষণা এলো।

কদিন আগে ট্রাম্প দাবি করেন, বেশি বেশি পরীক্ষা করা হচ্ছে বলেই যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ বাড়ছে। পরীক্ষা না করা হলে দেখা যাবে দেশে আর কোনও সংক্রমণ নেই।

 

ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়