ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সমস্যা সমাধানে ভারত-চীনের সঙ্গে কথা বলছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০১, ২১ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সমস্যা সমাধানে ভারত-চীনের সঙ্গে কথা বলছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

সীমান্তে চলমান উত্তেজনা কমাতে সাহায্য করতে ভারত ও চীনের সঙ্গে কথা বলছে যুক্তরাষ্ট্র। ওকলাহোমায় নির্বাচনী জনসভা শেষে এ কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় সংবাদমাধ্যমন এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

গত ১৫ জুন লাদাখের সীমান্তে গালওয়ান উপত্যকায় ভারত ও চীন সংঘাতে জড়িয়ে পড়ে। তাতে ২০ ভারতীয় সেনা নিহতের ঘটনায় উত্তেজনা এখন তুঙ্গে। পরিস্থিতি সম্পর্কে নিজের বক্তব্য জানতে চাইলে ট্রাম্প বলেছেন, ‘খুব কঠিন পরিস্থিতি। আমরা ভারতের সঙ্গে কথা বলছি। চীনের সঙ্গেও কথা বলছি। তারা বড় সমস্যার মধ্যে আছে।’

গত মে মাসের শেষদিকে ভারত-চীনের এই উত্তেজনা নিরসনে মধ্যস্থতা করতে চেয়েছিলেন ট্রাম্প। দুই দেশকে আবারও সাহায্য করার কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট, ‘তারা সংঘাতে জড়িয়েছে। আমরা দেখবো কী ঘটে। আমরা চেষ্টা করবো তাদের সাহায্য করতে।’

লাদাখে সংঘাতের পর কদিন ধরেই পুরো ট্রাম্প প্রশাসন ভারতকে সমর্থন দিচ্ছে। যুক্তরাষ্ট্রে গোয়েন্দা সূত্র ৩৫ জনের বেশি চীনা সেনা নিহতের কথা জানিয়েছে।

শুক্রবার মার্কিন সেক্রেটারি অব স্টেট মাইক পম্পেও ভারতের সঙ্গে সীমান্ত উত্তেজনা বাড়ানোর জন্য চীনকে দায়ী করেন, ‘পিএলএ (পিপলস লিবারেশন আর্মি) ভারতের সঙ্গে সীমান্ত উত্তেজনা বাড়িয়েছে। তারা দক্ষিণ চীন সাগর সামরিকীকরণ করছে এবং গুরুত্বপূর্ণ সমুদ্রপথসহ অনেক অঞ্চল অবৈধভাবে দখলের চেষ্টা করছে।’


ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়