ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ব্রাজিলে একদিনে করোনায় আক্রান্ত প্রায় ৪০ হাজার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:০৬, ২৪ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ব্রাজিলে একদিনে করোনায় আক্রান্ত প্রায় ৪০ হাজার

গত ২৪ ঘণ্টায় ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় ৩৯ হাজার ৪৩৬ জনের করোনাভাইরাস শনাক্ত করেছে। মহামারি শুরুর পর একদিনে এটাই দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্তের ঘটনা।

মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছেন, দেশে এখন নিশ্চিত করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা মোট ১১ লাখ ৪৫ হাজার ৯০৬ জন।

একই সময়ে ১ হাজার ৩৭৪ জনের মৃত্যু হয়েছে করোনায়। একদিনে প্রাণহানিতেও দ্বিতীয় সর্বোচ্চ এটা। সরকারি হিসাবে ব্রাজিলে কোভিড-১৯ রোগীতে মারা গেছেন ৫২ হাজার ৬৪৫ জন।

আক্রান্ত ও মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরে দ্বিতীয় স্থানে ব্রাজিল, লাতিন আমেরিকায় তারা সবার উপরে।

গত ১৯ ‍জুন দেশটিতে একদিনে সর্বোচ্চ ৫৪ হাজার ৭৭১ জন আক্রান্ত হন এবং সর্বোচ্চ মৃত্যু ছিল ৪ জুন ১ হাজার ৪৭৩ জনের।


ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়