ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সেল্ফ কোয়ারেন্টাইনে সেনেগালের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৬, ২৫ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সেল্ফ কোয়ারেন্টাইনে সেনেগালের প্রেসিডেন্ট

করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে গিয়েছিলেন সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সাল। তাই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সেল্ফ কোয়ারেন্টাইনে গেছেন ৫৮ বছর বয়সী রাষ্ট্র প্রধান। বুধবার প্রেসিডেন্ট কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য দিয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবর, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে যাওয়ার পর সালের করোনা টেস্ট করা হয়েছে। ফলাফল নেগেটিভ এলেও স্বাস্থ্যগত পরামর্শ অনুযায়ী ১৫ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে সালকে।

বুধবার সকালে পার্লামেন্টের সদস্য ইয়েইয়া দিয়ালো এক ঘোষণায় তার করোনা টেস্টে পজিটিভ হওয়ার খবর জানান। স্বাস্থ্যবিধি মেনে সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান করেন তিনি। তার কয়েক ঘণ্টা পর তার সংস্পর্শে থাকা প্রত্যেকের পরীক্ষা করা হয়।

চীনে গত ডিসেম্বরে উৎপত্তি হওয়া করোনায় আক্রান্ত হয়েছেন সেনেগালের ৬ হাজার ১২৯ জন। আফ্রিকার দেশটিতে মারা গেছেন ৯৩ জন। সারা বিশ্বে ৪ লাখ ৮২ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এ ভাইরাস। আক্রান্ত ৯৫ লাখের বেশি, সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫০ লাখের বেশি মানুষ।


ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়