ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ভারতে একদিনে রেকর্ড আক্রান্তে ৫ লাখ ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩০, ২৭ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ভারতে একদিনে রেকর্ড আক্রান্তে ৫ লাখ ছাড়িয়েছে

প্রতিদিন ভারতে করোনাভাইরাস সংক্রমণ আগের দিনকে ছাড়িয়ে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় ১৮ হাজারের বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মোট আক্রান্ত ৫ লাখ ছাড়িয়েছে।

মন্ত্রণালয়ের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দেশে একদিনে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৫৫২ জন। মোট আক্রান্ত ৫ লাখ ৮ হাজার ৯৫৩ জন। আগের দিন একদিনে সর্বোচ্চ ১৭ হাজার ২৯৬ জনের করোনা শনাক্ত হয়েছিল।

একদিনে ১০ হাজার ২৪৪ জন মানুষ সুস্থ হয়েছেন, মোট ২ লাখ ৯৫ হাজার ৮৮১ জন। একদিনে ৩৮৪ জনের মৃত্যুতে মোট সংখ্যা বেড়ে ১৫ হাজার ৬৮৫ জন।

আক্রান্তের সংখ্যায় বিশ্বে যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও রাশিয়ার পরে থাকা ভারতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৫ হাজার ২৪ জন আক্রান্ত হয়েছেন, মোট সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে ১ লাখ ৫২ হাজার ৭৬৫ জন। সেখানে একদিনে ১৭৫ জনের মৃত্যুতে বেড়ে হয়েছে ৭ হাজার ১০৬ জন। করোনায় আক্রান্তে আর মৃত্যুতে মহরাষ্ট্রের পরে দিল্লি, আক্রান্ত ৭৭ হাজার ২৪০ জনের মধ্যে মারা গেছেন ২ হাজার ৪৯২ জন।

 

ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়