ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

দুই মাসে রাশিয়ায় একদিনে সবচেয়ে কম আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৬, ২৯ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
দুই মাসে রাশিয়ায় একদিনে সবচেয়ে কম আক্রান্ত

সোমবার নতুন করে আরও ৬ হাজার ৭১৯ জনের করোনাভাইরাস শনাক্ত করেছে রাশিয়া। সরকারি হিসাবে দেশে মোট আক্রান্ত ৬ লাখ ৪১ হাজার ১৫৬ জন।

দেশে এপ্রিলের পর একদিনে এটাই সবচেয়ে কম আক্রান্তের রেকর্ড। দুই মাসে সর্বনিম্ন করোনা পজিটিভ হওয়ার দিনে রাশিয়ায় মারা গেছেন ৯৩ জন। মোট মৃত্যু ৯ হাজার ১৬৬ জন।

২৪ ঘণ্টায় ৪ হাজার ৩৪৩ জন সুস্থ হয়েছেন। মোট সুস্থ ৪ লাখ ৩ হাজার ৪৩০ জন।

গত ৮ জুন থেকে মস্কোয় লকডাউন প্রত্যাহারের মধ্য দিয়ে পুরো রাশিয়ায় কড়াকড়ি শিথিল করা হয়।

গোটা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ২৫ হাজারের বেশি মানুষ এবং মৃত্যু ৫ লাখ ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরে রাশিয়ার অবস্থান। তবে শনাক্ত বিবেচনায় মৃত্যুহার অন্য দেশগুলোর তুলনায় অনেক কম।



ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়