ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

করাচির স্টক এক্সচেঞ্জ ভবনে হামলায় ভারত জড়িত : ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৫, ৩০ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করাচির স্টক এক্সচেঞ্জ ভবনে হামলায় ভারত জড়িত : ইমরান খান

করাচিতে স্টক এক্সচেঞ্জ ভবনে গ্রেনেড হামলার পেছনে ‘সন্দেহাতীতভাবে’ ভারত জড়িত বলে দাবি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। মঙ্গলবার দেশটির পার্লামেন্টে দেওয়া ভাষণে তিনি এ দাবি করেন।

ইমরান বলেন, ‘কোনো সন্দেহ নেই যে, হামলার পেছনে ভারত রয়েছে। গত দুই মাস ধরে আমার মন্ত্রিসভা জানতো (হামলা হতে পারে সেই বিষয়ে)। আমি আমার মন্ত্রীদের জানিয়েছিলাম। আমাদের সবগুলো সংস্থা সতর্ক অবস্থানে ছিল।’

সোমবার সকালে গ্রেনেড হামলা চালানোর পর এলোপাতাড়ি গুলি ছুড়ে স্টক এক্সচেঞ্জ ভবনে প্রবেশ করে চার সন্ত্রাসী। দ্রুত পুলিশ ও রেঞ্জার্স সদস্যরা ভবনটি ঘিরে ফেলে এবং চার জঙ্গির সবাইকে হত্যা করে। জঙ্গিদের হামলায় নিহত হয় ছয় জন।

হামলার পরপর ভারত জানিয়েছিল, এর সঙ্গে তাদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়