ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কলম্বিয়ায় আক্রান্ত এক লাখ ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:০৩, ২ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
কলম্বিয়ায় আক্রান্ত এক লাখ ছাড়িয়েছে

এক লাখের বেশি শনাক্ত হওয়ার পর করোনাভাইরাসে আক্রান্তের তালিকায় শীর্ষ ২০ দেশের মধ্যে জায়গা করে নিলো কলম্বিয়া। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই খবর নিশ্চিত করেছে।

দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তে মোট সংখ্যা ১ লাখ ২ হাজার ৯ জন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তাদের মধ্যে ৫৪ হাজার ৯৪১ জন রোগী এখনও চিকিৎসাধীন। মারা গেছেন ৩ হাজার ৪৭০ জন।

বুধবার একদিনে আক্রান্তের রেকর্ড হয়েছে কলম্বিয়ায়, ৪ হাজার ১৬৩ জন। তাতে কাতারকে টপকে ২০ নম্বরে স্থান কনরে নেয় দক্ষিণ আমেরিকার দেশটি।

রাজধানী বোগোটার মেয়র বলেছেন, শহরে এখনই কঠোর লকডাউনের প্রস্তুতি নেওয়া উচিত। ধারণক্ষমতার ৭০ শতাংশ আইসিইউ পূরণ হয়েছে। কিন্তু শতাধিক ভেন্টিলেটর পাওয়ার পর সরকার কঠোর বিধিনিষেধের চিন্তা থেকে সরে আসে।

 

ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়