ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ভারতে ৬ লাখের বেশি করোনা আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪০, ২ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ভারতে ৬ লাখের বেশি করোনা আক্রান্ত

ভারতে একদিনে ১৯ হাজারের বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। তাতে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬ লাখ ছাড়িয়েছে এবং গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৩৪ জনের। এখন পর্যন্ত সুস্থ ৩ লাখ ৫৯ হাজারের বেশি লোক।

বুধবার একদিনে করোনা পরীক্ষা বিবেচনায় শনাক্ত হয়েছে ৮.৩৪ শতাংশ। এই দিনে ২ লাখ ২৯ হাজারের বেশি পরীক্ষা করা হয়েছে, পজিটিভ এসেছে ১৯ হাজার ১৪৮ জন। মোট আক্রান্ত ৬ লাখ ৪ হাজার ৬৪১ জন, যা তিন নম্বরে থাকা রাশিয়ার চেয়ে ৫০ হাজারের মতো কম।

বিশ্বে আক্রান্তের সংখ্যায় চার নম্বরে থাকা ভারতে ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ১১ হাজার ৮৮১ জন। মোট মৃত্যু ১৭ হাজার ৮৩৪ জন।

জানুয়ারিতে প্রথম করোনা শনাক্ত হওয়ার ১১০ দিন পর এক লাখ ছাড়ায়। তারপর থেকে প্রত্যেক দিন নতুন রোগীর সংখ্যা বাড়ছে। গত ৩ জুন আক্রান্তের সংখ্যা ২ লাখে পৌঁছায়, পরের ১০ দিনে তা দাঁড়ায় ৩ লাখে। ২১ জুন চার লাখ ও ২৭ জুন মোট কোভিড-১৯ রোগী ছিল ৫ লাখ ৮ হাজার। মাত্র ৫ দিনে তা ছাড়িয়ে গেলো ৬ লাখ।

মহারাষ্ট্রের দৈনিক রেকর্ড সাড়ে ৫ হাজারের বেশি করোনা শনাক্ত হয়, মোট ১ লাখ ৮০ হাজার ছাড়িয়েছে। ১৯৮ জনের মৃত্যুতে রাজ্যে মোট প্রাণহানি ৮ হাজারের বেশি। তামিলানাড়ুতে ৯৪ হাজার ও দিল্লিতে আক্রান্ত হয়েছে ৯০ হাজারের মতো।

 

ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়