ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মৃত্যুতে স্পেনকে ছাড়িয়েছে মেক্সিকো

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২৩, ২ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
মৃত্যুতে স্পেনকে ছাড়িয়েছে মেক্সিকো

করোনাভাইরাসের মৃত্যুপুরী ছিল স্পেন। বুধবার মৃত্যুতে তাদের টপকে গেলো লাতিন আমেরিকার দেশ মেক্সিকো।

মেক্সিকান স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ৭৪১ জনের মৃত্যু হয়েছে কোভিড-১৯ রোগে। মোট প্রাণহানি ২৮ হাজার ৫১০ জন। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে বুধবার সন্ধ্যা পর্যন্ত স্পেনে মৃত্যুর হিসাব ছিল ২৮ হাজার ৩৬৪ জন।

মৃত্যুর সংখ্যায় মেক্সিকো বিশ্বে ষষ্ঠ স্থানে। তাদের উপরে আছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, যুক্তরাজ্য, ইতালি ও ফ্রান্স।

একই দিন ৫ হাজার ৬৮১ জনের করোনা ধরা পড়েছে, মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা ২ লাখ ৩১ হাজার ৭৭০ জন। আক্রান্তে ইরানকে টপকে দশ নম্বরে স্থান করে নিয়েছে তারা।

গোটা বিশ্বে ১ কোটি ৮ লাখের বেশি করোনায় আক্রান্ত এবং মৃত্যু ৫ লাখ ১৯ হাজার ছাড়িয়েছে।


ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়