ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সিঙ্গাপুরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ছাড়িয়ে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৩, ২ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সিঙ্গাপুরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ছাড়িয়ে

চলতি বছর সিঙ্গাপুরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। বৃহস্পতিবার দেশটির ন্যাশনাল এনভায়রনমেন্ট এজেন্সি (এনইএ) এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, পহেলা জানুয়ারি থেকে এ পর্যন্ত ১৪ হাজারের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। চলতি বছর মশাবাহিত এই রোগটিতে আক্রান্তের সংখ্যা ২২ হাজার ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

২০১৩ সালে সিঙ্গাপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ২২ হাজার ১৭০ জন। দেশটিতে এ যাবতকালে ডেঙ্গুতে আক্রান্তের রেকর্ড এটি। ওই বছর ডেঙ্গু জ্বরে আট জনের মৃত্যু হয়। চলতি বছর ইতোমধ্যে ১৬ জন এই জ্বরে মারা গেছেন।

মধ্য মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুর সর্বোচ্চ প্রাদুর্ভাবের মৌসুম। সেই সুবাদে সিঙ্গাপুর এখন এই রোগের বিস্তারের মাঝামাঝি সময়ে অবস্থান করছে। বিশেষজ্ঞরা তাই আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, চলতি বছর দেশটিতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২০১৩ সালের রেকর্ডকে ছাড়িয়ে যাবে।

এনইএ জানিয়েছে, বুধবার পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, সিঙ্গাপুরে এখন ডেঙ্গুর ৩৩৪টি সক্রিয় ক্লাস্টার রয়েছে। তিন সপ্তাহে আগেও এই ক্লাস্টারের সংখ্যা ছিল ২০৫।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়