ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

করোনার টিকা বাণিজ্যিক স্বার্থমুক্ত রাখতে হবে: ড. ইউনূস

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৬, ৪ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনার টিকা বাণিজ্যিক স্বার্থমুক্ত রাখতে হবে: ড. ইউনূস

কোভিড-১৯ ভ্যাকসিনকে বাণিজ্যিক স্বার্থমুক্ত রাখতে পারলেই কেবল করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণ করা সম্ভব, আরব নিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ কথা বলেছেন বাংলাদেশের নোবেল শান্তি পুরস্কার জয়ী ড. মুহাম্মদ ইউনূস। শতাধিক রাষ্ট্র প্রতিনিধি, শিক্ষাবিদ, অ্যাক্টিভিস্ট ও ধর্মীয় নেতাদের উপস্থিতিতে করোনার টিকাকে ‘বিশ্বের সবার জন্য’ ঘোষণা করার ক্যাম্পেইনের এক ফাঁকে এ কথা বলেছেন তিনি।

ইউনূস বলেছেন, ‘আমার দৃঢ় বিশ্বাস, এই মহামারিকে একবারে নির্মূল করার একমাত্র পথ হলো একটি টিকার উদ্ভাবন, যা এই পৃথিবার সবার হাতের নাগালে পৌঁছাবে। আসন্ন টিকা কর্মসূচির কার্যকারিতা নির্ভর করবে এর বিশ্বজনীনতার উপর। বিশ্বে সবার জন্য একই সময়ে এই টিকার সহজপ্রাপ্যতা নিশ্চিত করতে হবে, এটি হতে হবে মালিকানামুক্ত।’

টিকা নিয়ে গবেষণার জন্য বিশাল বিনিয়োগ প্রয়োজন এবং ব্যক্তিগত খাতের অনেক গবেষণাগার এতে যুক্ত হয়েছে। সাধারণ জনগণও যেন টিকা পায় তার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে কার্যকরী পরিকল্পনা করার আহ্বান জানালেন ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার জয়ী। এই অর্থনীতিবিদ বলেছেন, ‘এটা করতে হলে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের একটা গ্লোবাল ফার্মাসিউটিক্যাল সামাজিক ব্যবসা কার্যক্রম শুরু করতে হবে। এই লক্ষ্য অর্জনে আমাদের সহায়তা করতে আমি অংশীদার খুঁজছি।’

আর্চবিশপ ডেসমন্ড তুতু, মালালা ইউসুফজাই, ইরানিয়ান রাজনৈতিক অ্যাক্টিভিস্ট ও আইনজীবী শিরিন এবাদি, পোল্যান্ডের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিক প্রেসিডেন্ট লেচ ওয়ালেসাসহ ১৯ জন নোবেল পুরস্কার জয়ীদের সমর্থনে দ্য ‘ডিক্লেয়ার কোভিড-১৯ ভ্যাকসিন এ গ্লোবাল কমন গুড নাউ’ ক্যাম্পেইন শুরু হয়েছে, যা উদ্বোধন করেন ইউনূস।

বাংলাদেশের এই অর্থনীতিবিদের প্রত্যাশা, টিকা উদ্ভাবনের পর বিশ্ব নেতারা এই ক্যাম্পেইনে ইতিবাচক সাড়া দেবেন। বাণিজ্যিক উদ্দেশ্যে টিকা তৈরি হলে করোনা প্রতিরোধ কখনও সম্ভব নয় মনে করেন ইউনূস, ‘এটা হতে হবে বাণিজ্যিক স্বার্থ থেকে মুক্ত। পোলিও টিকা সবার পণ্য হিসেবে ঘোষণা করা হয়েছিল, কারো মালিকানায় ছিল না তা। করোনা টিকার ক্ষেত্রেও কেন একই পথ অনুসরণ করা হবে না?’

শুক্রবার পর্যন্ত ১১২ জন সাবেক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, ব্যবসা নেতা, শিল্পী ও সোশ্যাল অ্যাক্টিভিস্টরা এই ক্যাম্পেইনে যোগ দিয়েছেন। www.vaccinecommongood.org ওয়েবসাইটের মাধ্যমে এই উদ্যোগে যে কেউ অংশ নিতে পারবেন।

 

ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়