ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

লাদাখে তিন দিনে ২ বার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪৭, ৫ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
লাদাখে তিন দিনে ২ বার ভূমিকম্প

গত তিন দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো ভূমিকম্পে কেঁপে উঠলো কাশ্মীরের লাদাখের কার্গিল এলাকা। স্থানীয় সময় রাত ৩টা ৩৭ মিনিটে এই কম্পন অনুভূত হয়।

ভারতের ন্যাশনাল সেন্টার সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, কার্গিল থেকে ৪৩৩ কিলোমিটার উত্তর ও উত্তর-পশ্চিমে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৭। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে বৃহস্পতিবার দুপুরে কার্গিলে ভূমিকম্প আঘাত হেনেছিল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৫। ওই ঘটনায় কেউ হতাহত হয়নি।

 

ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়