ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আক্রান্তে রাশিয়াকে পেছনে ফেলে তিনে ভারত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২৮, ৬ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
আক্রান্তে রাশিয়াকে পেছনে ফেলে তিনে ভারত

ভারতে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৭ লাখ ছুঁই ছুঁই। সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিশ্বে আক্রান্তের হিসেবে রাশিয়াকে পেছনে ফেলে তিন নম্বরে উঠে গেলো এশিয়ার পরাশক্তি। ২৯ লাখের বেশি আক্রান্ত নিয়ে যুক্তরাষ্ট্র সবার উপরে। ভারতের ঠিক উপরে ব্রাজিল, মোট আক্রান্ত ১৬ লাখ পেরিয়েছে।

রোববার সকাল থেকে সোমবার পর্যন্ত ২৪ হাজার ২৪৮ জনের করোনা পজিটিভ হয়েছে, যা আগের দিন ছিল প্রায় ২৫ হাজার। মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৯৭ হাজার ৪১৩ জন, যা রাশিয়ার চেয়ে বেশি। ৬ লাখ ৮১ হাজার ২৫১ জন কোভিড-১৯ রোগী নিয়ে চারে নামলো রাশিয়া। একই সময়ে ভারতে মৃত্যু হয়েছে আরও ৪২৫ জনের, মোট ১৯ হাজার ৬৯৩ জন।

সংক্রমণের এই তীব্রতার মধ্যে দিল্লিতে ১০ হাজার বেডের কোভিড কেয়ার সেন্টারে করোনার চিকিৎসা শুরু হয়েছে। রাজধানীতে নতুন করে ২ হাজার ২৪৪ জন আক্রান্ত হওয়ায় মোট সংখ্যা বেড়ে প্রায় এক লাখ।

মহারাষ্ট্রে সাড়ে ৬ হাজারের বেশি করোনা রোগী পাওয়া গেছে, মোট ২ লাখ ৬ হাজার ৬১৯ জন। দেড় শতাধিক মৃত্যুতে সবচেয়ে মারাত্মক পরিস্থিতির মুখোমুখি হওয়া এই রাজ্যে মোট প্রাণহানি ৮ হাজার ৮২২ জন।

দেশে নতুন করে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৩৫০ জন। মোট ৪ লাখ ২৪ হাজার ৪৩৩ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন, সুস্থতার হার ৬০.৮৫ শতাংশ।


ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়