ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বুরকিনা ফাসোতে ১৮০ মৃতদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৩, ৮ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বুরকিনা ফাসোতে ১৮০ মৃতদেহ উদ্ধার

বুরকিনা ফাসের একটি কবরস্থান থেকে অন্তত ১৮০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার হিউম্যান রাইটস ওয়াচ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মানবাধিকার এই সংস্থাটি জানিয়েছে, সম্ভবত সরকারি বাহিনীর হাতে হত্যার শিকার হয়েছিল এরা।

হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, ‘প্রাপ্ত প্রমাণে ইঙ্গিত মিলছে সরকারি বাহিনী এই গণবিচার বর্হিভূত হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট ছিল।’

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা হিউম্যান রাইটস ওয়াচের এই দাবির বিষয়টি তদন্ত করবে।

অবশ্য প্রতিরক্ষামন্ত্রী মৌমিনা শেরিফ সাই জানিয়েছেন, সেনাবাহিনীর পোশাক ও সরঞ্জাম চুরি করে সশস্ত্র গোষ্ঠীগুলো সম্ভবত এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

তিনি বলেন, ‘জনগণের পক্ষে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সঙ্গে প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর পার্থক্য করা মুশকিল।’

২০১৭ সাল থেকে আল-কায়েদা ও ইসলামিক স্টেটের মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে। এই সংঘাতে কয়েক হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে প্রায় ১০ লাখ মানুষ।

হিউম্যান রাইটস ওয়াচ তাদের প্রতিবেদনে জানিয়েছে, দিজিবুতে যাদের মৃতদেহ পাওয়া গেছে তাদেরকে ২০১৯ সালের নভেম্বর থেকে গত জুনের মধ্যে হত্যা করা হয়েছে। নিহতরা সবাই পুরুষ বলে জানিয়েছে স্থানীয়রা।

স্থানীয় এক নেতা বলেছেন, ‘নিহতদের অনেকের চোখ ও হাত বাঁধা ছিল…তাদের মাথায় গুলি করা হয়েছিল।

 

 

ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়