ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

স্কুল না খুললে বরাদ্দ বন্ধের হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৩, ৮ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
স্কুল না খুললে বরাদ্দ বন্ধের হুমকি ট্রাম্পের

করোনায় সংক্রমণের আশঙ্কায় বন্ধ হয়ে যাওয়া স্কুলগুলো আগামী শরতে না খুললে বরাদ্দ বন্ধের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর স্কুলগুলো খোলার ব্যাপারে যে গাইডলাইন দিয়েছে সেগুলো ‘অত্যন্ত কঠোর ও ব্যয়বহুল’ বলে সমালোচনা করেছেন তিনি।

বুধবার ট্রাম্প এক টুইটে অভিযোগ করেছেন, ডেমোক্রেটরা রাজনৈতিক কারণে স্কুলগুলো বন্ধ রাখতে চায়।

তিনি লিখেছেন, ‘ডেমোক্রেটরা মনে করে নভেম্বরে জাতীয় নির্বাচনের আগে যদি স্কুলগুলো খুলে ফেলে তাহলে সেটি তাদের জন্য রাজনৈতিকভাবে ক্ষতিকর। তবে এটি শিশু ও পরিবারগুলোর জন্য গুরুত্বপূর্ণ। স্কুলগুলো না খুললে বরাদ্দ বন্ধ হয়ে যেতে পারে।’

যুক্তরাষ্ট্রে গত কয়েক সপ্তাহে করোনায় সংক্রমণ বাড়তে শুরু করেছে। মঙ্গলবার দেশটিতে ৬০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, যা একদিনে সংক্রমণের সর্বোচ্চ রেকর্ড। দেশটিতে এখন মোট আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ছাড়িয়ে গেছে। এর মধ্যেই দেশটির সব রাজ্যে স্বাভাবিক অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু হয়ে গেছে। তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর সিডিসির সমালোচনা করে ট্রাম্প লিখেছেন, ‘আমি স্কুল খোলার ব্যাপারে সিডিসির কঠোর ও ব্যয়বহুল গাইডলাইনগুলোর সঙ্গে একমত নই। যখন তারা স্কুল খুলতে চাইছে, তখন তারা এগুলোকে একেবারে অবস্তাব জিনিস করতে বলছে। আমি তাদের সঙ্গে বৈঠকে বসব।’

 

ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়