ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

যুক্তরাষ্ট্রের চেয়ে ভালোভাবে করোনা সামাল দিতে পেরেছি: ট্রুডো

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৩৬, ৯ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
যুক্তরাষ্ট্রের চেয়ে ভালোভাবে করোনা সামাল দিতে পেরেছি: ট্রুডো

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রেুডো বলেছেন কানাডা মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে করোভাইরাসে ভালোভাবে সামাল দিয়েছে তার দেশ কানাডা। বুধবার (৮ জুলাই) তিনি এ কথা বলেন। খবর আল জাজিরার।

অবশ্য কানাডার জনসংখ্যা যুক্তরাষ্ট্রের দশ ভাগের এক ভাগ। তারপরও ১ লাখ ৬ হাজার ১৬৭ জন আক্রান্ত হয়েছে সেখানে। মারা গেছে ৮ হাজার ৭৩৭ জন। কানাডা ইতিমধ্যে করোনাভাইরাসকে নাগালের মধ্যে নিয়ে এসেছে। এখন কেবল বিজয় ঘোষণা দেওয়া বাকি। 

অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩১ লাখ ৫৮ হাজার ৯৩২ জন। মারা গেছে রেকর্য ১ লাখ ৩৪ হাজার ৮৬২ জন।

দুটি দেশের পার্থক্য উল্লেখ করে ট্রুডো বলেছেন, ‘আমরা আমাদের মিত্রদের অনেকের চেয়ে ভালোভাবে করোনাভাইরাস সামাল দিতে পেরেছি। বিশেষ করে আমাদের প্রতিবেশীদের থেকে।’

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়