ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

করোনা বাতাসে আধা ঘণ্টা সংক্রামক হিসেবে থাকে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩১, ১২ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনা বাতাসে আধা ঘণ্টা সংক্রামক হিসেবে থাকে

লন্ডনের ইমপেরিয়াল কলেজের ইনফ্লুয়েঞ্জা ভাইরোলোজির চেয়ারম্যান অধ্যাপক উইন্ডি বার্কলে জানিয়েছেন, করোনাভাইরাসের অণু বাতাসে সংক্রামক হিসেবে আধাঘণ্টারও বেশি সময় ভেসে বেড়ায়। রোববার বিবিসিকে তিনি এ তথ্য জানিয়েছেন।

চলতি সপ্তাহের প্রথম দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছিল, বাতাসের মাধ্যমে করোনাভাইরাস ছড়ানোর ‘প্রমাণ আসতে শুরু করেছে।’

অধ্যাপক বার্কলে বলেছেন, ‘প্রথমবারের মতো বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাতাসের মাধ্যমে এই রোগ ছড়ানোর বিষয়টি স্বীকৃতি দিল। অন্য পথ অবশ্যই আছে...তবে নতুন এই স্বীকৃতির মানে হচ্ছে, কিছু ক্ষেত্রে সম্ভবত বাতাসও ভূমিকা রাখে।’

তিনি জানান, ভাইরাস বাতাসে টিকে থাকতে পারে এবং যিনি শ্বাস ত্যাগ করেন তার থেকে কিছু দূর পর্যন্ত যেতে পারে। গবেষণাগারে পরীক্ষায় দেখা গেছে বাতাসে এটি আধা ঘণ্টারও বেশি সময় সংক্রামক হিসেবে টিকে থাকতে পারে।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়