ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

চীনে ভয়াবহ রূপ নিতে যাচ্ছে বন্যা পরিস্থিতি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১০, ১২ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
চীনে ভয়াবহ রূপ নিতে যাচ্ছে বন্যা পরিস্থিতি

চীনের পূর্বাঞ্চলে প্রবল বন্যা দেখা দিয়েছে। উজান থেকে নেমে আসা ঢল অব্যাহত থাকায় রোববার কর্তৃপক্ষ দ্বিতীয় মাত্রার বন্যা সতর্কতা জারি করেছে।

চীনের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, ইয়াংজি নদীর পানি বেড়ে যাওয়ায় পূর্বাঞ্চলীয় প্রদেশ জিয়াংশু ও জিয়াংজিতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।

জিয়াংজির পোইয়াং জেলায় বন্যার কারণে চীনের মিঠাপানির সবচেয়ে বড় লেক পোইয়াংয়ের পানিপ্রবাহ ২২ দশমিক ৫২ মিটার বেড়েছে। লেকের এই পানি প্রবাহ এতোটা বেড়ে যাওয়া ইতিহাসে এই প্রথম।

শনিবার বিকেলে প্রাদেশিক সামরিক কর্তৃপক্ষ লেকের প্রায় ৯ কিলোমিটার এলাকায় বাঁধ দিতে কয়েক হাজার সেনাকে পাঠিয়েছে।

চীনে বন্যা পরিস্থিতি মোকাবিলায় চার মাত্রার সতর্ক বার্তা পদ্ধতি চালু রয়েছে। এর মধ্যে এক মাত্রাকে সতর্ক সংকেত সবচেয়ে ভয়াবহ পরিস্থিতিতে জারি করা হয়। রোববার কর্তৃপক্ষের দ্বিতীয় মাত্রার সতর্ক সংকেত জারির অর্থ হচ্ছে, দেশটিতে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে যাচ্ছে।

পানি সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, জুলাইয়ের প্রথম থেকে ২১২টি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদের মধ্যে ১৯ টি প্রবাহের দিক থেকে আগের রেকর্ড ভঙ্গ করেছে।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়