ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মাস্ক ব্যবহার ১২০ দেশে বাধ্যতামূলক

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৩, ১২ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
মাস্ক ব্যবহার ১২০ দেশে বাধ্যতামূলক

করোনার বিস্তার রোধে বিশ্বের ১২০টি দেশে জনসমাগমপূর্ণ স্থানে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের লিভারহাম সেন্টার ফর ডেমোজিওগ্রাফিক সায়েন্সের পরিচালক অধ্যাপক মেলিন্ডা মিলস এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, প্রথম দিকে যুক্তরাজ্যে মাস্ক ব্যবহারে অনীহা প্রকাশ করতো মানুষ। তবে এখন মানুষজন তাদের মুখ ঢেকেই জনসমাগমপূর্ণ স্থানে চলাচল করছেন।

অধ্যাপক মেলিন্ডা বলেন, ‘মুখের মাস্ক নিয়ে মতামত দ্রুত পরিবর্তন হয়েছে। ইতালিতে তিন সপ্তাহে ব্যবহারকারীর সংখ্যা ২০ শতাংশ থেকে বেড়ে ৮৪ শতাংশে পৌঁছে। পরে সেটি ৯৯ শতাংশ পর্যন্ত গিয়ে ঠেকেছে। এটা দ্রুত হয়েছে।’

সম্প্রতি ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, তিনি শিগগিরই ইংল্যান্ডের দোকানগুলোতে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে যাচ্ছেন।

অক্সফোর্ডের প্রাইমারি হেলথ কেয়ার সায়েন্সের অধ্যাপক ট্রিশ গ্রিনহালগ বলেছেন, ‘আমরা ব্যাপক জরুরি গণস্বাস্থ্য পরিস্থিতি মোকাবিলা করছি এবং আমরা নিয়মিত মুখ ঢেকে না রাখা শুরু করলে হাজার হাজার মানুষ মারা যেতে পারে। যে দেশগুলোতে মাস্ক ব্যবহারে সফলতা অর্জন করেছে সেই দেশগুলোতে মৃত্যুর হার অনেক কম।’


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়