ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ইসলামিক আইন থেকে সরলো সুদান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪২, ১২ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ইসলামিক আইন থেকে সরলো সুদান

৩০ বছরেরও বেশি সময় পর ইসলামিক আইনের শাসন থেকে সরে এলো সুদান। দেশটিতে অমুসলিমদের মদপানের অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া স্বধর্মত্যাগ আইন এবং বেত্রাঘাতের বিধান বাতিল করা হবে বলে জানিয়েছে দেশটির সরকার।

শনিবার রাতে বিচারমন্ত্রী নাসরিদিন আব্দুল বারি বলেছেন, ‘সুদানে মানবাধিকার লঙ্ঘিত হয় এমন সব আইন আমরা বাতিল করব।’

জাতিসংঘের হিসেবে, সুদানের জনসংখ্যার তিন শতাংশ অমুসলিম।

১৯৮৩ সালে সুদানে ইসলামিক আইনের প্রবর্তন করেন প্রাক্তন প্রেসিডেন্ট জাফর নিমিরি। ওই সময় রাজধানী খার্তুমের পাশ দিয়ে বয়ে যাওয়া নীল নদের হুইস্কির বোতল ফেলে দেওয়ার মধ্য দিয়ে মদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। গত বছর প্রেসিডেন্ট ওমর আল বশিরকে ক্ষমতাকে থেকে সরিয়ে সেনাবাহিনীর নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার ইসলামিক আইন বাতিলের উদ্যোগ নেয়।

নাসরিদিন আব্দুল বারি জানিয়েছেন, অমুসলিমরা ব্যক্তিগতভাবে মদপান করতে পারবে। তবে মুসলিমদের ওপর মদপানের নিষেধাজ্ঞা বহাল থাকবে। অমুসলিমরা যদি মুসলমানদের সঙ্গে বসে মদপান করে তাহলে তাদেরকেও শাস্তি দেওয়া হবে।

তিনি জানান, স্বধর্মত্যাগ আইন বাতিল ও নারীদের খৎনাও নিষিদ্ধ করা হবে। এছাড়া এখন থেকে নারীরা চাইলে বাড়ির পুরুষ সদস্যদের অনুমতি ছাড়াই শিশুদের সঙ্গে নিয়ে ভ্রমণ করতে পারবে।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়