ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৭, ১২ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সরকারের অব্যবস্থাপনার বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ। শনিবার রাতে (১১ জুলাই) রাজধানী তেল আবিবের রাস্তায় এ বিক্ষোভ হয়েছে।

বিক্ষোভকারীদের অভিযোগ, করোনা মহামারির মধ্যে সরকার দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা সামাল দিতে পারছে না। এর ফলে বিভিন্ন খাতে মানুষ চাকরি হারিয়েছে। ক্ষুদ্র ও আত্মকর্মসংস্থানমূলক ব্যবসা খাতে সরকার যে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল তা রক্ষা করেনি।

রাজধানীর রবিন স্কয়ারে পরিস্থিতি সামাল দিতে এবং সামাজিক দূরত্ব নিশ্চিতে প্রায় ৩০০ পুলিশ মোতায়েন করা হয়েছিল। অবশ্য অধিকাংশ বিক্ষোভকারী দুই মিটার সামাজিক দূরত্ব মেনে এবং মাস্ক পরে অবস্থান করেছিলেন।

বিক্ষোভের আয়োজক শাই বারম্যান বলেছেন, আমাদের ও সরকারের মধ্যে আস্থার গুরুতর সংকট দেখা দিয়েছে। আমরা জনগণের একটি বড় অংশ যাদের মধ্যে হতাশা বাড়ছে তাই বিক্ষোভ করতে চাই এবং স্রেফ প্রতিশ্রুতিগুলোকে বিশ্বাস করি না।’


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়