ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ভারতে করোনায় আক্রান্ত ৯ লাখ ছাড়িয়ে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৪, ১৪ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ভারতে করোনায় আক্রান্ত ৯ লাখ ছাড়িয়ে

ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯ লাখ ছাড়িয়ে গেল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ২৮ হাজার ৪৯৮ জন সংক্রমিত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্ত হলেন ৯ লাখ ছয় হাজার ৭৫২ জন।

ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আক্রান্তের সঙ্গে সংক্রমণের হারও ঊর্ধ্বমুখী। প্রতিদিন যে সংখ্যক মানুষের করোনা টেস্ট হচ্ছে, তার মধ্যে যত শতাংশের রিপোর্ট কোভিড পজিটিভ আসছে, সেটাকেই বলা হচ্ছে ‘পজিটিভিটি রেট’ বা সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ১০ শতাংশ।

ভাইরাসে আক্রান্তের পাশাপাশি বেড়ে চলেছে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৬৩ জনের। এ নিয়ে ভারতে মোট ২৩ হাজার ৭২৭ জন মাা গেল করোনাভাইরাসে। এর মধ্যে মহারাষ্ট্রেই মারা গেছেন ১০ হাজার ৪৮২ জন। মৃত্যুর তালিকায় দ্বিতীয় স্থানে থাকা দিল্লিতে প্রাণ গিয়েছে তিন হাজার ৪১১ জনের। গুজরাটে দুই হাজার ৫৫ জন প্রাণ হারিয়েছেন। তামিলনাড়ুতে মৃতের সংখ্যা দুই হাজার ছাড়িয়ে গেছে।

আক্রান্ত দ্রুত হারে বাড়লেও সুস্থ হয়ে ওঠার পরিসংখ্যানটাও বেশ স্বস্তিদায়ক। এ পর্যন্ত সাড়ে পাঁচ লাখের বেশি মানুষ সুস্থ হয়েছেন। অর্থাৎ মোট আক্রান্তের ৬৩ শতাংশই সুস্থ হয়ে উঠছেন।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়