ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ওবামা-বাইডেনসহ প্রভাবশালীদের টুইটার অ্যাকাউন্ড হ্যাকড

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৬, ১৫ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ওবামা-বাইডেনসহ প্রভাবশালীদের টুইটার অ্যাকাউন্ড হ্যাকড

বারাক ওবামা, জো বাইডেন, ইলন মাস্ক, জেফ বেজোস ও আরও কয়েকজন প্রভাবশালীদের টুইটার অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়েছে বুধবার। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে সিএনএন, বিবিসিসহ বেশ কয়েকটি শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম।

এসব অ্যাকাউন্ট থেকে ভুয়া টুইটও ছড়ানো হয়েছে। প্রায় সবার অ্যাকাউন্ট থেকে বিটকয়েন চেয়ে পোস্ট দিয়েছে, যা ঘণ্টাখানেকের মধ্যে দ্বিগুণ ফেরত দেওয়া হবে বলে দাবি করা হয়েছে। মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের টুইট ছিল, ‘সবাই আমার কাছে ফিরতি কিছু চায় এবং এখনই তা দেওয়ার সময়। আপনারা আমাকে যতগুলো বিট কয়েন দেবেন, ৩০ মিনিটের মধ্যে তা দ্বিগুণ হারে ফেরত দেওয়া হবে।’

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বী ও সাবেক ভাইস প্রেসিডেন্ট বাইডেনের টুইট, ‘নিচের লিংকে আপনারা আপনাদের সব বিট কয়েক দেন, আমি তা দ্বিগুণ করে দেবো। এবং এজন্য সময় লাগবে মাত্র ৩৯ মিনিট।’

মিউজিশিয়ান কেনি ওয়েস্ট এবং উবার ও অ্যাপল থেকেও একই ধরনের টুইট পোস্ট করা হয়েছে। সবার কথা ছিল বিটকয়েন পাঠানো নিয়ে। টুইটগুলো পোস্ট করার কিছুক্ষণের মধ্যে সরিয়ে ফেলা হয়।

গত বছর টুইটারের প্রধান নির্বাহী জ্যাক ডরসির অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল। তবে একদিনে এত বেশি প্রভাবশালীদের অ্যাকাউন্ট হ্যাকের ঘটনা বিরল। সোশ্যাল প্রুফ সিউকিরিটির প্রধান নির্বাহী ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ রাচেল টোবাক বলেছেন, ‘এটা বিশাল একটা ধাক্কা। সম্ভবত এটাই সাইবার জগতে সবচেয়ে বড় হামলা। আমরা সৌভাগ্যবান যে এই হামলাগুলো অর্থসংক্রান্ত এবং তাতে সারা বিশ্বে বড় ধরনের কোনও বিশৃঙ্খলা তৈরি হয়নি।’

তার মতে, কোনোভাবে টুইটারে প্রবেশাধিকার আদায় করে ফেলেছিল হ্যাকাররা এবং সেখান থেকেই ভুয়া পোস্ট ছড়িয়ে পড়ে।

এই হামলার কারণে কিছুক্ষণের জন্য টুইটার বন্ধ রাখা হয়েছিল। এই সোশ্যাল মিডিয়া কর্তৃপক্ষ বুধবার বিকালে টুইট করে জানায়, কিছু ব্যবহারকারী টুইট করতে পারছেন না। চেক মার্ক চিহ্নিত ভেরিফায়েড অ্যাকাউন্ট ব্যবহারকারীরাও টুইট করতে পারছিলেন না।

 

ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়