ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ইন্দোনেশিয়ায় বন্যায় ৩০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৯, ১৬ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ইন্দোনেশিয়ায় বন্যায় ৩০ জনের মৃত্যু

ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দেশটির সুলাউইসি দ্বীপে এই বন্যার কারণে বাস্তচ্যুত হয়েছে কয়েকশ মানুষ।

দেশটির উদ্ধার তৎপরতা সংস্থার মুখপাত্র ইউসুফ লতিফ এক বিবৃতিতে জানিয়েছেন, এখনও ১৫ জন নিখোঁজ রয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার প্রবল বৃষ্টিপাতের পর সাউথ সুলাউইসি প্রদেশের নর্থ লুউ জেলার আশেপাশের নদীগুলোর পানি উপকূল প্লাবিত করেছে। বন্যায় ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন চার হাজারের বেশি মানুষ।

টেলিভিশনে প্রচারিত দৃশ্যে দেখা গেছে, প্রায় অর্ধশত বাড়ি আংশিক ডুবে গেছে এবং বাড়িগুলোর ছাদে ভারী কাদার স্তর জমে আছে।

প্রসঙ্গত, ইন্দোনেশিয়ায় প্রায়ই বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। বিশেষ করে বর্ষা মৌসুমে বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটে।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়