ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

করোনার টিকার তথ্য চুরির অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৯, ১৬ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনার টিকার তথ্য চুরির অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে

যুক্তরাজ্য , যুক্তরাষ্ট্র ও কানাডার করোনা টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোতে সাইবার হামলার চেষ্টা চালাচ্ছে রাশিয়ার গোয়েন্দা সংস্থাগুলো। যুক্তরাজ্যের ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার (এনসিএসসি) এই সতর্কবার্তা দিয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে বিবিসি।

সংস্থাটি জানিয়েছে, প্রায় নিশ্চিতভাবে ‘রাশিয়ার গোয়েন্দা সংস্থাগুলো’ পক্ষে হ্যাকাররা এই হামলা চালাচ্ছে।

অবশ্য কোন প্রতিষ্ঠানগুলোকে হামলার লক্ষ্যবস্তু বানানো হয়েছে কিংবা কোনো তথ্য চুরি গেছে কিনা সে ব্যাপারে বিস্তারিত তথ্য জানায়নি এনসিএসসি। তবে হ্যাকাররা এই টিকা গবেষণা কার্যক্রম ব্যাহত করতে পারেনি বলে জানিয়েছে সংস্থাটি।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেছেন,‘যারা করোনা মহামারি মোকাবিলায় কাজ করছে তাদেরকেই রাশিয়ার গোয়েন্দা সংস্থাগুলো টার্গেট করছে যা অগ্রহণযোগ্য।’

রাশিয়া অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছে।

রুশ প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ বলেছেন, ‘কারা গ্রেট ব্রিটেনের ফার্মাসিউটিক্যালস কোম্পানি ও গবেষণা কেন্দ্রগুলো হ্যাক করতে পারে সে ব্যাপারে কোনো তথ্য আমাদের কাছে নেই। আমরা একটি বিষয় বলতে পারি- এই চেষ্টার সঙ্গে রাশিয়ার কোনো সম্পর্কই নেই।’


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়