ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

আসামে বন্যায় গৃহহীন ৪৭ লাখ মানুষ

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৩, ১৭ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আসামে বন্যায় গৃহহীন ৪৭ লাখ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের আসাম রাজ্যে বন্যায় গৃহহীন হয়ে পড়েছে ৪৭ লাখের বেশি মানুষ। ইতোমধ্যে বন্যার্ত এলাকায় ত্রাণ সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

চলতি বর্ষা মৌসুমে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে ভারত, নেপাল ও বাংলাদেশে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। গত কয়েক দিনের বন্যায় এই তিন দেশে অন্তত ১৫৩ জন মারা গেছে। এর মধ্যে ভারতের আসাম রাজ্যের পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। এই রাজ্যেই মারা গেছে শতাধিক লোক।

আসামের লক্ষ্মীপুর জেলার আমতলা আশ্রয় শিবিরে থাকা এক নারী বলেন, ‘সাত দিন ধরে আমরা স্রেফ ভাত খেয়ে আছি।’ পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে তিনি সন্তানকে বুকের দুধ দিতে পারছেন বলে জানান ওই নারী।

একই শিবিরে আশ্রয় নেওয়া সুভাস বানিয়া জানান, কর্তৃপক্ষ পানযোগ্য পানি সরবরাহের কোনো ব্যবস্থা করেনি। তারা কর্দমাক্ত পানি পান করতে বাধ্য হচ্ছেন।

এদিকে আসাম সরকার জানিয়েছে, প্রধান প্রধান শাখা নদীর পানি কমতে শুরু করেছে। তবে পানি এখনো বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

রাজ্যের সমাজকল্যাণমন্ত্রী  প্রমিলা রানি ব্রহ্মা বলেন, ‘দুর্গত লোকদের কাছে যেভাবেই হোক পৌঁছার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। কিন্তু পরিস্থিতি সত্যিকারার্থে অত্যন্ত বাজে।’

অপরদিকে বিহার রাজ্যে বন্যার পানি কমতে শুরু করেছ। এই রাজ্যে বন্যায় ৩৩ জনের মৃত্যু হয়েছে।

রাজ্যের দুর্যোগ প্রশমন মন্ত্রী লক্ষীশ্বর রায় বলেছেন, ‘পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। লোকজন বাড়িঘরে ফিরে যাচ্ছে।’

 

রাইজিংবিডি/ঢাকা/১৭ জুলাই ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়