ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

থাইল্যান্ডের চেকপোস্টে হামলা, নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৩, ৬ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
থাইল্যান্ডের চেকপোস্টে হামলা, নিহত ১৫

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের ইয়ালা প্রদেশে বন্দুকধারীদের গুলিবর্ষণে একটি চেকপোস্টে  নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্য নিহত হয়েছেন।

আহত হয়েছেন আরো চার জন। থাই পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে।

ইয়ালা প্রদেশের এক পুলিশ সুপারিনটেনডেন্ট কর্নেল থাওসাক থোঙ্গসঙ্গি জানান, মঙ্গলবার গভীর রাতে অজ্ঞাত হামলাকারীরা ভারী অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে ১৫ জন নিরাপত্তা বাহিনীর স্বেচ্ছাসেবক কর্মকর্তা নিহত হয়েছেন।

ব্যাংকক পোস্ট সংবাদপত্র জানিয়েছে, নিহতদের মধ্যে ১১ জনই ঘটনাস্থলেই মারা গেছেন। আর চার জন ইয়ালার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

দেশটির কর্তৃপক্ষ এই হামলাকে এই বছরের সবচেয়ে বড় বন্দুক হামলা বলে উল্লেখ করেছেন।

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে গত কয়েক বছর ধরে প্রায়ই এমন হামলার ঘটনা ঘটছে। সশস্ত্র মুসলিম বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ২০০৪ সাল থেকে থাইল্যান্ডের দক্ষিণের তিনটি প্রদেশ ইয়ালা, পট্টানি এবং নারথিওয়াততে  প্রায় ৭০০০ লোক নিহত হয়েছে। বিদ্রোহীদের ভাষ্য, তারা ওই অঞ্চলকে স্বাধীন করতে লড়াই করছে।

 

ঢাকা/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়