ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

আইএস নেতা বাগদাদির স্ত্রী আটক

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৮, ৬ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আইএস নেতা বাগদাদির স্ত্রী আটক

মার্কিন অভিযানে নিহত ইসলামিক স্টেটের (আইএস) নেতা আবু বকর আল-বাগদাদির স্ত্রীকে আটক করেছে তুরস্ক। বুধবার তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান বুধবার এ তথ্য জানিয়েছেন।

এরদোয়ান বলেছেন, ‘যুক্তরাষ্ট্র বলেছে বাগদাদি সুড়ঙ্গে আত্মহত্যা করেছে। তারা এ নিয়ে যোগাযোগ প্রচারণা চালাচ্ছে।’

আঙ্কারা বিশ্ববিদ্যালয়ে দেয়া ভাষণে তিনি বলেন, ‘তবে আমি প্রথমবারের মতো এখানে ঘোষণা করছি, আমরা তার স্ত্রীকে আটক করেছি এবং তাদের মতো হৈচৈ করছি না। একইভাবে সিরিয়ায় আমরা তার বোন ও ভগ্নিপতিকে আটক করেছি।’

এর আগে সোমবার তুরস্ক জানিয়েছিল, বাগদাদির ৬৫ বছর বয়সী বোন রেসমিয়া আওয়াদ, তার স্বামী,ছেলের বউ ও পাঁচ সন্তানকে আটক করা হয়েছে। আলেপ্পো প্রদেশের আজাজ শহর থেকে তাদের আটক করা হয়।

প্রসঙ্গত, গত মাসে সিরিয়ার তুরস্ক সীমান্তবর্তী এলাকায় মার্কিন অভিযানের মুখে বোমার বিস্ফোরণ ঘটিয়ে আত্মঘাতী হন বাগদাদি। এ সময় তার দুই ছেলেও নিহত হয়।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়