ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

২ টুইটার কর্মীর বিরুদ্ধে সৌদির পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৪, ৭ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২ টুইটার কর্মীর বিরুদ্ধে সৌদির পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগ

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের দুই সাবেক কর্মীর বিরুদ্ধে সৌদি আরবের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে।

বুধবার যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি আদালতে এই অভিযোগে মামলা করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, সৌদি গুপ্তচররা দেশটির সরকারের সমালোচকসহ টুইটার ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য জানতে চেয়েছিলেন।

আদালতের নথিতে মামলায় অভিযুক্তদের পরিচয় সম্পর্কে বলা হয়েছে, এদের একজন মার্কিন নাগরিক আহমেদ আবুয়ামো এবং সৌদি নাগরিক আলি আলজাবারা। এছাড়া আহমেদ আলমুতাইরি নামে তৃতীয় আরেক সৌদি নাগরিকের বিরুদ্ধে গোয়েন্দাবৃত্তির অভিযোগ আনা হয়েছে।

নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে সৌদি নাগরিকদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হলো।

অভিযোগে বলা হয়েছে, আলমুতাইরি দুই টুইটার কর্মী এবং সৌদি কর্মকর্তাদের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছেন।

বুধবার সিয়াটল আদালতে আহমেদ আবুয়ামোকে হাজির করা হয়। পরে তাকে রিমান্ডে পাঠানো হয়। শুক্রবার তার আরেকটি শুনানির কথা রয়েছে।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়