ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বার্লিন প্রাচীর পতনের ৩০ বছর উদযাপন করছে জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০২, ৯ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বার্লিন প্রাচীর পতনের ৩০ বছর উদযাপন করছে জার্মানি

ঐতিহাসিক বার্লিন প্রাচীর পতনের ৩০ বছর পূর্তি শনিবার উদযাপন করছে জার্মানি। সমাজতান্ত্রিক পূর্ব জার্মানি আর পুঁজিতান্ত্রিক পশ্চিম জার্মানির একত্রীকরনের এই দিনটির প্রতি শ্রদ্ধা জানাতে জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমেয়ার ও চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের সঙ্গে বার্লিন প্রাচীর স্মৃতিসৌধে হাজির হয়েছিলেন পোল্যান্ড, হাঙ্গেরি, স্লোভাকিয়া ও চেক প্রজাতন্ত্রের রাষ্ট্রপ্রধানরা।

প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমেয়ার বলেছেন, ‘আমাদের বন্ধুদের সঙ্গে একত্রিত হয়ে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে ৩০ বছর আগের ঘটনাকে স্মরণ করছি।’

জার্মানির একত্রিকরনে পোল্যান্ড, হাঙ্গেরি, স্লোভাকিয়া ও চেক প্রজাতন্ত্রের অবদান স্মরণ করে তিনি বলেন,‘পোলিশ,হাঙ্গেরীয়, চেক ও স্লোভাকদের সাহস ও স্বাধীনতার ইচ্ছা ছাড়া পূর্ব ইউরোপে শান্তিপূর্ণ বিপ্লব এবং জার্মানির একত্রীকরণ সম্ভব ছিল না।’

১৯৮৯ সালের ৯ অক্টোবর পূর্ব জার্মানির সমাজতান্ত্রিক সরকারের বিরুদ্ধে প্রায় ৭০ হাজার মানুষ রাস্তায় নেমে আসে। ৪ নভেম্বর পূর্ব বার্লিনের আলেক্সান্ডার স্কয়ারে প্রায় ১০ লাখ মানুষ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করে। এরপরই পদত্যাগ করতে শুরু করেন পূর্ব জার্মানির কমিউনিস্ট পার্টির নেতারা। ৯ নভেম্বর শুরু হয় বার্লিনকে বিভক্ত করে রাখা প্রাচীরটিকে গুঁড়িয়ে দেওয়া।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়