RisingBD Online Bangla News Portal

ঢাকা     রোববার   ২৯ নভেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ১৫ ১৪২৭ ||  ১২ রবিউস সানি ১৪৪২

চীনে স্কুলে রাসায়নিক হামলায় অসুস্থ ৫১ শিশু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৭, ১২ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চীনে স্কুলে রাসায়নিক হামলায় অসুস্থ ৫১ শিশু

চীনের একটি কিন্ডারগার্টেন স্কুলে রাসায়নিক হামলায় ৫১ জন শিশু শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এছাড়া ওই স্কুলের তিন শিক্ষকও অসুস্থ হয়ে পড়েছে। দেশটির দক্ষিণ পশ্চিমের ইউনান প্রদেশের কাইইউয়ান শহরে এ ঘটনা ঘটেছে বলে মঙ্গলবার কর্মকর্তারা জানিয়েছেন।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সন্দেহভাজন ওই হামলাকারীর নাম কং। স্কুলের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে সে সোডিয়াম হাইড্রোঅক্সাইড স্প্রে করে। স্থানীয় সময় সোমবার বিকেল ৩টা ৩৫ মিনিটে এ ঘটনা ঘটে।

এ ঘটনার পরপর অসুস্থ হয়ে পড়া ৫১ শিশু ও তিন শিক্ষককে হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

হামলার এক ঘন্টারও কম সময়ের মধ্যে পুলিশ হামলাকারীকে আটক করতে সক্ষম হয়।

হামলাকারী সম্পর্কে স্থানীয় কর্তৃপক্ষ বলেছে, ‘ছোটবেলায় বাবা-মায়ের বিচ্ছেদের কারণে পারিবারিক উষ্ণতার অভাবে তার মানসিক সমস্যা দেখা দেয়।’ এছাড়া কাজ ও জীবনযাপন নিয়ে তার মধ্যে অসন্তোষ ছিল। সব মিলিয়ে তার মধ্যে হতাশাপীড়িত ভাব দেখা দেয় এবং সমাজের বিরুদ্ধে চিন্তাভাবনা করে।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়