ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

গাজায় ইসরায়েলের যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫২, ১৪ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গাজায় ইসরায়েলের যুদ্ধবিরতি

মিশরের মধ্যস্থতায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসলামিক জিহাদ ও ইসরায়েল। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৫টা ৩০ মিনিটে এ যুদ্ধবিরতি কার্যকর হয় বলে জানিয়েছেন ইসলামিক জিহাদের মুখপাত্র মুসাব আল-ব্রাইম।

ফিলিস্তিনি সংগঠন ইসলামিক জিহাদের শীর্ষ কমান্ডার বাহা আবু আল-আত্তা মঙ্গলবার ভোররাতে ইসরায়েলি আভিযানে নিহত হন। এ ঘটনার জের ধরে ইরায়েলে বৃষ্টির মতো রকেট হামলা চালায়  ফিলিস্তিনি যোদ্ধারা । ইসরায়েলের পাল্টা হামলায় গত দুদিনে অন্তত ৩৪ ফিলিস্তিনি নিহত হয়।

মুখপাত্র মুসাব আল-ব্রাইম বলেন, ‘ফিলিস্তিনি প্রতিরোধের অংশ ইসলামিক জিহাদের দেওয়া শর্ত দখলদাররা (ইসরায়েল) মেনে নেওয়ায় মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতি শুরু হয়েছে।’

তবে ইসরায়েল জানিয়েছে, তারা কেবল সীমিত সময়ের জন্য এই সুবিধা দেবে। ‘নীরবতার জবাবে নীরব থাকা হবে’ বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়