ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

রোহিঙ্গা নির্যাতন তদন্তে সায় আন্তর্জাতিক অপরাধ আদালতের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৭, ১৪ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রোহিঙ্গা নির্যাতন তদন্তে সায় আন্তর্জাতিক অপরাধ আদালতের

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর সংঘটিত অপরাধ তদন্তে সায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

প্রসিকিউশনের আবেদনে আইসিসির বিচারকরা এতে অনুমোদন দিয়েছেন বলে বৃহস্পতিবার এক বিবৃতিতে জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘এটা বিশ্বাস করার যৌক্তিক ভিত্তি রয়েছে যে, ব্যাপকভাবে এবং/অথবা পদ্ধতিগত সহিংস কর্মকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে, যা মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত পার হওয়ার পেছনে মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য হয়ে থাকতে পারে।”

বিবৃতিতে আরো বলা হয়েছে, চেম্বার তাই বাংলাদেশ/মিয়ানমারের পরিস্থিতি তদন্ত শুরুর অনুমোদন দিয়েছে।’

গত ৪ জুলাই আইসিসির বিচারিক ক্ষমতার আওতায় রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ তদন্তের অনুরোধ জানিয়েছিল প্রসিকিউশন।

এর আগে, এপ্রিল মাসে আন্তর্জাতিক অপরাধ আদালতের কৌঁশুলি ফাতৌ বেনসৌদা আদালতের কাছে জানতে চেয়েছিলেন রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের নির্যাতন ও বিতাড়ন তদন্ত করার এখতিয়ার আন্তর্জাতিক অপরাধ আদালতের রয়েছে কিনা। এর পরিপ্রেক্ষিতে আইসিসি'র প্রি-ট্রায়াল চেম্বার রায় দেয়, মিয়ানমার আন্তর্জাতিক আদালতের সদস্য না হলেও রোহিঙ্গারা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের কারণে ঘটনার একটি অংশ বাংলাদেশে সংঘটিত হয়েছে। তাই আইসিসি মনে করেছে রোম সনদ অনুযায়ী ঘটনার তদন্ত করার ক্ষমতা আদালতের রয়েছে। এই রায়ের পর আগস্টে আন্তর্জাতিক অপরাধ আদালতের কৌঁশুলিরা রোহিঙ্গাদের হত্যা, যৌন নির্যাতন এবং জোরপূর্বক বিতাড়নের অভিযোগের প্রাথমিক তদন্ত শুরু করে। নিয়ম অনুযায়ী, প্রাথমিক তদন্ত পরবর্তীতে আনুষ্ঠানিক তদন্তে রূপ নিতে পারে আইসিসির মাধ্যমে।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়