ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

দুই কাশ্মীরে তুষার ধসে নিহত ৬৭

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২১, ১৪ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুই কাশ্মীরে তুষার ধসে নিহত ৬৭

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে তুষার ধসে অন্তত ৫৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরো বহু লোক।

এদিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে তুষার ধসে নিহত হয়েছে ১০ জন।

মঙ্গলবার পাকিস্তান ও ভারতের কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

পাকিস্তানের দুই কর্মকর্তা জানিয়েছেন, প্রবল বৃষ্টিপাতের কারণে নিলম উপত্যকার অনেক গ্রামবাসী এখনো হিমবাহের মধ্যে আটকা পড়ে আছেন। বৃষ্টিপাতের কারণে এই এলাকায় ভূমিধসও হয়েছে। গত ২৪ ঘন্টায় এই এলাকায় হিমবাহের কারণে ৫৭ জন নিহত হয়েছে।

এক কর্মকর্তা জানিয়েছেন, উদ্ধার তৎপরতা অব্যাহত আছে। তবে এখনো ওই এলাকায় অনেক লোক নিখোঁজ রয়েছে। ধারণা করা হচ্ছে এদের সবাই মারা গেছেন।

অপরদিকে, ভারতীয় সেনাবাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ভারত ও পাকিস্তান সীমান্তে তুষার ধসে ১০ জন নিহত হয়েছে। এদের মধ্যে পাঁচ সেনা সদস্য রয়েছে।

ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়