ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

করোনায় বিবিসিতে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৫৬, ২৬ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনায় বিবিসিতে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা স্থগিত

করোনাভাইরাসের কারণে সারা বিশ্বে প্রায় আড়াই কোটি মানুষ চাকরি হারাবে, কয়েকদিন আগে এক গবেষণায় এই তথ্য জানিয়েছিল আন্তর্জাতিক শ্রম সংস্থা। তবে উল্টো ঘটনা ঘটলো যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম বিবিসির বেলায়। গত জানুয়ারিতে এক ঘোষণায় তারা জানায়, ৮ কোটি পাউন্ড সাশ্রয় করতে ৪৫০ কর্মীকে ছাঁটাইয়ের পরিকল্পনা করছে তারা। কিন্তু করোনার সংবাদ কাভার করতে এবার এই পরিকল্পনা তারা স্থগিত করেছে।

তিন মাস আগে বিবিসির হেড অব নিউজ ফ্রান জানান, সুনির্দিষ্ট কর্মসূচিভিত্তিক কাজের পরিবর্তে কেন্দ্রীভূত টিম পরিচালনা করবেন তারা। তাছাড়া বিভিন্ন ধরনের শতাধিক সংবাদের বড় অংশই সংশ্লিষ্ট শ্রোতাদের কাছে পৌঁছায় না এমন অভিযোগ ছিল। তাই সংবাদ কম করার ঘোষণা দেয় তারা। আর প্রায় ৫০০ কর্মীকে ছাঁটাই করলে করপোরেশনের মোট ব্যয় সাশ্রয় পরিকল্পনার অর্ধেক হতো। টেলিভিশন ও রেডিওর শ্রোতা-দর্শক কমে যাওয়াও এ ছাঁটাই পরিকল্পনার কারণ ছিল।

কিন্তু করোনাভাইরাস পাল্টে দিয়েছে বিবিসির নিউজরুমের চিত্র। বিবিসির মহাব্যবস্থাপক টনি হ্যাল বুধবার কর্মীদের বলেছেন, ‘সঞ্চয়ের জন্য যে পরিকল্পনা আমরা করেছিলাম, সেটা স্থগিত করছি। আপনারা যেভাবে চমত্কার কাজ করে যাচ্ছেন, আমরা সেটা নিয়েই এগিয়ে যেতে চাই। এখন এটা হবে অনুচিত। এই মুহূর্তে আমরা নিশ্চিত করতে চাই আপনারা আমাদের সমর্থন পাবেন এবং আপনার ও আপনাদের সহকর্মীদের সংস্থান টিকে থাকছে।’

ছাঁটাইয়ের সিদ্ধান্তে বিবিসি ইউটার্ন নেওয়ায় এ বছর যারা বেকারত্বের শঙ্কায় ছিলেন, তারা ফিরবেন। তবে অনেকের প্রশ্ন, এই সিদ্ধান্ত কি কয়েক মাসের জন্য? যদি তাই হয়, তাহলে কেন করোনার ঝুঁকির মধ্যে তারা কাজ করবেন?


ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়