ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘আমরা করোনাভাইরাস তৈরি করিনি’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১৮, ২৬ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘আমরা করোনাভাইরাস তৈরি করিনি’

করোনাভাইরাস চীনারা তৈরি করেনি এবং বিশ্বব্যাপী এটা ছড়িয়ে দেয়নি বলে দাবি করেছেন ভারতীয় চীনা দূতাবাসের মুখপাত্র জি রং।

বুধবার (২৫ মার্চ) তিনি এমনটি দাবি করেন বলে জানিয়েছে এনডিটিভি। জি রং বলেন, ‘আমরা করোনাভাইরাস তৈরি করিনি। আর এটিকে আন্তর্জাতিকভাবে ছড়িয়েও দেইনি।’

এসময় জি রং বলেন, ‘বিশ্বের দেশগুলোর উচিত চীন যেভাবে করোনাভাইরাস ঠেকিয়েছে সেটিতে মনোযোগ দেওয়া।’

প্রসঙ্গত, গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনাভাইরাসের উৎপত্তি হয়। ভাইরাসটি এখন প্রায় পুরো বিশ্বেই ছড়িয়ে পড়েছে। চীনের দাবি যুক্তরাষ্ট্রের সেনাদের থেকেই ছড়িয়েছে করোনাভাইরাস।

এদিকে অনেক বিশেষজ্ঞই দাবি করেছেন, চীনই এই ভাইরাস বানিয়ে আন্তর্জাতিকভাবে ছড়িয়ে দিয়েছে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও করোনাকে চীনের ভাইরাস হিসেবে আখ্যায়িত করে থাকেন।

ইতোমধ্যে চীনের বিরুদ্ধে করোনাভাইরাস ছড়ানোর অভিযোগ নিয়ে ২০ লাখ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা করছেন মার্কিন আইনজীবী ল্যারি
ক্লেম্যান।

মামলার অভিযোগে বলা হয়েছে, ‘প্রাণঘাতী করোনাভাইরাসটি চীন ‘যুদ্ধের জৈবিক অস্ত্র’ হিসেবে তৈরি করেছে। চীনের ইচ্ছা বা অনিচ্ছা যেভাবেই হোক এটি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ায় মার্কিন আইন লঙ্ঘনের পাশাপাশি আন্তর্জাতিক আইন, চুক্তি ও নিয়ম লঙ্ঘন হয়েছে।’

মামলার অভিযোগে আরও বলা হয়েছে, ‘মার্কিন সেনা অথবা অন্য কোনও দেশ যারা চীনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে, তাদের ধ্বংস করতেই এই মরণ ভাইরাস তৈরি করেছে চীন। চীনের উহানের ল্যাবরেটরি থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে।’

 

ঢাকা/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়