Risingbd Online Bangla News Portal

ঢাকা     সোমবার   ০৮ মার্চ ২০২১ ||  ফাল্গুন ২৩ ১৪২৭ ||  ২৩ রজব ১৪৪২

কমছে না স্পেনে মৃতের সংখ্যা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৮, ৮ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কমছে না স্পেনে মৃতের সংখ্যা

স্পেনে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৭৫৭ জনের মৃত্যু হয়েছে। বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

৩ এপ্রিল থেকে স্পেনে করোনায় মৃতের সংখ্যা কমতে শুরু করেছিল। এর আগের দিন দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৯৬১ থাকলেও ৩ এপ্রিল এই সংখ্যা ৮৫০ এ আসে। ৬ এপ্রিল মৃতের সংখ্যা ছিল ৭০০ জন। তবে মঙ্গলবার থেকে হঠাৎ করে দেশটিতে মৃতের সংখ্যা বাড়তে শুরু করে। ওই দিন দেশটিতে ৭৪৩ জন করোনা আক্রান্ত মারা গেছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার মৃতের সংখ্যা ১৪ হাজার ৫৫৫ তে পৌঁছেছে। ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা এক লাখ ৪০ হাজার ৫১০ জন থেকে বেড়ে এক লাখ ৪৬ হাজার ৬৯০ এ পৌঁছেছে।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়