ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

তিন মাস পর তিউনিসিয়ায় খুলছে মসজিদ-রেস্টুরেন্ট-বিশ্ববিদ্যালয়

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৪, ২১ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
তিন মাস পর তিউনিসিয়ায় খুলছে মসজিদ-রেস্টুরেন্ট-বিশ্ববিদ্যালয়

আফ্রিকার দেশ তিউনিসিয়ায় করোনাভাইরাসের প্রকোপ কমে এসেছে। সে কারণে, ৪ জুন থেকে মসজিদ, রেস্টুরেন্ট ও ক্যাফে খোলার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো খোলা হবে ৮ জুন থেকে। এমনটাই জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হিশাম এল-মেচিশি। খবর আনাদোলু এজেন্সির।

গেল ১৩ মার্চ তিউনিসিয়ার প্রধানমন্ত্রী ইলিয়াস ফখফখ মসজিদে নামাজ আদায় নিষিদ্ধ করেন। বিকেল ৪টার পর সব ক্যাফে বন্ধ ঘোষণা করেন। নিষিদ্ধ করেন সব ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও জনসমাগম। অবশেষে তিন মাসের মাথায় ধর্মপ্রাণ মুসলমানরা সুযোগ পাবেন মসজিদে গিয়ে নামাজ আদায় করার। ছাত্র-ছাত্রীরা ফিরবেন ক্যাম্পাসে। আড্ডা জমবে রেন্টুরেন্ট-ক্যাফেতে।

অবশ্য কড়াকড়ি লকডাউনের ফল পেয়েছে দেশটি। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৫ জন। মারা গেছে ৪৭ জন। সেরে উঠেছে ৮৬২ জন।

৯ থেকে ১৪ মে’র মধ্যে দেশটিতে কেউ করোনায় আক্রান্ত হয়নি। ১৫ মে ৩ জন ও ১৬ মে ২ জন আক্রান্ত হয়। ১৭ ও ১৮ মে কেউ আক্রান্ত হয়নি। ১৯ মে মারা যায় একজন। কেউ আক্রান্ত হয়নি। আর ২০ মে ২ জন নতুন করে আক্রান্ত হয় এবং ১ জন মারা যায়।

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়