ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পেরুতে লকডাউন আরো বাড়লো

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৫৭, ২৩ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
পেরুতে লকডাউন আরো বাড়লো

করোনাভাইরাস মহামারির নতুন কেন্দ্রভূমি হয়ে উঠছে লাতিন আমেরিকা। মহাদেশটিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ব্রাজিল। তাদের পরে পেরুতেও বাড়ছে আক্রান্ত আর মৃতের সংখ্যা। এই পরিস্থিতিতে জুনের শেষ দিন পর্যন্ত লকডাউন বাড়ালো পেরু সরকার। এটা হতে যাচ্ছে বিশ্বের অন্যতম লম্বা সময়ের বাধ্যতামলূক আইসোলেশন।

মার্চের মাঝামাঝি সময়ে লকডাউন ঘোষণা করে পেরু। ৩০ জুন পর্যন্ত তা বাড়ানোয় তিন মাসেরও বেশি সময় ধরে করোনাভাইরাসের বিধিনিষেধ থাকছে দেশটিতে। মহামারিতে মারাত্মক ক্ষতিগ্রস্ত ইতালি, স্পেন ও চীনকেও এক্ষেত্রে পেছনে ফেলছে তারা।

শুক্রবার লকডাউন বাড়ানোর ঘোষণা দেন প্রেসিডেন্ট মার্টিন ভিজকারা। করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ১১ হাজার ৬৯৮ জন, লাতিন আমেরিকায় দ্বিতীয় সর্বোচ্চ। মৃত্যু বেড়ে হয়েছে ৩ হাজার ২৪৪ জন।


ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়