RisingBD Online Bangla News Portal

ঢাকা     শুক্রবার   ২৩ অক্টোবর ২০২০ ||  কার্তিক ৮ ১৪২৭ ||  ০৬ রবিউল আউয়াল ১৪৪২

আফ্রিকায় করোনার ভিন্ন রূপ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৯, ২৩ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
আফ্রিকায় করোনার ভিন্ন রূপ

আফ্রিকার দেশগুলোতে করোনাভাইরাস বিশ্বের অন্যান্য অঞ্চলের তুলনায় ভিন্ন রূপ নিচ্ছে। শনিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ তথ্য জানিয়েছে।

শুক্রবার আফ্রিকায় করোনা আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। তবে ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থার পরও এই অঞ্চলের দেশগুলোতে তুলনামুলক  মৃত্যুর হার কম। ইউরোপে যেখানে ১ লাখ আক্রান্তের মধ্যে মারা গিয়েছে ৪ হাজার ৯০০ জনের বেশি, সেখানে সমসংখ্যক আক্রান্তের মধ্যে আফ্রিকায় মারা গেছে প্রায় ৩ হাজার ১০০ জন আক্রান্ত।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে,  দেখা যাচ্ছে এই মহামারি ‘আফ্রিকায় ভিন্ন রূপ নিচ্ছে। আক্রান্তের সংখ্যা অন্য অঞ্চলের তুলনায় একই হারে বাড়েনি এবং বিশ্ব কয়েকটি অঞ্চলের তুলনায় এখানে মৃত্যুর হার বেশি নয়।’

এর পেছনে ‘জনসংখ্যা ও অন্যান্য সম্ভাব্য কিছু উপাদান’ কাজ করেছে বলে প্রাথমিক বিশ্লেষণে জানিয়েছে সংস্থাটি।

জনতত্ত্বের ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে,  আফ্রিকার মোট জনগোষ্ঠীর ৬০ শতাংশই তরুণ, যাদের বয়স ২৫ বছরের নিচে। করোনায় সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন বৃদ্ধরা। ইউরোপে করোনায় মৃতদের অধিকাংশের বয়স ৬০ বছরের বেশি।

এছাড়া করোনার বিস্তার রোধে বিশ্বের অন্যান্য অঞ্চলের তুলনায় আফ্রিকার সরকারগুলো দ্রুত লকডাউনের মতো পদক্ষেপ নিয়েছে। একইসঙ্গে  এই লকডাউনসহ অন্যান্য নিষেধাজ্ঞাগুলো বাস্তবায়নে অত্যন্ত কঠোর ভূমিকা পালন করেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়