ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ব্রাজিলের প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে সাংবাদিকরা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৬, ৯ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ব্রাজিলের প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে সাংবাদিকরা

ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে দেশটির সাংবাদিকদের সংগঠন দ্য ব্রাজিলিয়ান প্রেস অ্যাসোসিয়েশন। করোনা পজিটিভ শনাক্তের পর টেলিভিশনে সাক্ষাৎকারের সময় বোলসোনারো মাস্ক খুলে ফেলায় বৃহস্পতিবার মামলা দায়েরের জন্য সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে।

মঙ্গলবার বোলসোনারো এক টুইটে তার করোনা সংক্রমণের বিষয়টি নিশ্চিত করেছিলেন। বুধবার যেসব টেলিভিশন সংবাদকর্মী বোলসোনারোর সাক্ষাৎকার নিয়েছিলেন তাদেরকে কোয়ারেন্টাইনে পাঠিয়েছে সম্প্রচারমাধ্যমগুলো। করোনা রিপোর্ট নেগেটিভ না আসা পর্যন্ত তাদেরকে কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।

ব্রাজিলের প্রেস অ্যাসোসিয়েশন তাদের অভিযোগে জানিয়েছে, মাস্ক খুলে ফেলে প্রেসিডেন্ট অন্তত দুটি অপরাধ করেছেন। প্রথমত তিনি কারো জীবন বা স্বাস্থ্যকে ঝুঁকির মুখে ফেলেছেন এবং দ্বিতীয়ত সংক্রমণ প্রতিরোধে ব্যর্থ হয়েছেন তিনি।

বৃহস্পতিবার প্রেস অ্যাসোসিয়েশনকে তাদের এই অভিযোগ অ্যাটর্নি জেনারেলের দপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই অভিযোগে ফৌজদারি মামলা করা যাবে কিনা সেই সিদ্ধান্ত নেবে অ্যাটর্নি জেনারেলের দপ্তর।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়