ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

চিংড়িতেও করোনা!

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২০, ১০ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
চিংড়িতেও করোনা!

বরফজাত চিংড়ির মোড়কে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় ইকুয়েডরের তিনটি প্রতিষ্ঠান থেকে আমদানির ওপর সাময়িক স্থগিতাদেশ দিয়েছে চীন। শুক্রবার কাস্টমসের মহাপ্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা বি কেশিন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

এর আগে গত মাসে বেইজিংয়ের শিনফাদি বাজারে আমদানি করা বরফজাত মাছে করোনা শণাক্ত করে কর্তৃপক্ষ। ওই সময় রাজধানীতে নতুন করে ভাইরাসের সংক্রমণ শুরু হয় এবং কয়েকশ লোক আক্রান্ত হয়। এরপরই চীন বিদেশ থেকে কিছু খাদ্যপণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করে।

বি কেশিন জানান, দালিয়ান ও শিয়ামেন বন্দর থেকে প্যাকেটজাত সাদা পা চিংড়ির নমুনা সংগ্রহ করা হয়েছিল। এতে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। তবে প্যাকেটে থাকা চিংড়িতে স্বয়ংক্রিয়ভাবেই করোনা নেগেটিভ হয়ে গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সাময়িকভাবে ইকুয়েডরের তিন প্রতিষ্ঠানের কাছ থেকে চিংড়ি আমদানি স্থগিত ঘোষণা করেছেন।

বি কেশিন জানান, শিনফাদির বাজারে  করোনা শনাক্তের পর দুই লাখ ২০ হাজারের বেশি খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা করা হয়েছে। এগুলোর কোনোটিতেই করোনার অস্তিত্ব পাওয়া যায়নি।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়