ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

যুক্তরাজ্যে নিষিদ্ধ হচ্ছে হুয়াওয়ের ৫জি সেবা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৮, ১৪ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
যুক্তরাজ্যে নিষিদ্ধ হচ্ছে হুয়াওয়ের ৫জি সেবা

৩১ ডিসেম্বরের পর থেকে যুক্তরাজ্যের মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠানগুলো হুয়াওয়ের কোনও ৫জি কিনতে পারবে না। ২০২৭ সালের মধ্যে তাদের নেটওয়ার্ক থেকে  মধ্যে ৫জি সরঞ্জাম সরিয়ে ফেলতে হবে। ডিজিটাল সেক্রেটারি অলিভার ডাউডেন জানিয়েছে এ কথা।

সম্প্রতি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি উল্লেখ করে হুয়াওয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। এবার তাদের মতোই একই সিদ্ধান্ত নিলো যুক্তরাজ্য। ডাউডেন বললেন, এই সিদ্ধান্তের কারণে দেশে ৫জির বিস্তার প্রক্রিয়া বছরখানেক পিছিয়ে যেতে পারে। এতে ব্যয় ২০০ কোটি পাউন্ড বাড়তে পারে।

ডাউডেন বলেছেন, `এটা সহজ সিদ্ধান্ত ছিল না। কিন্তু আমাদের জাতীয় নিরাপত্তা ও অর্থনীতির কথা ভেবে ব্রিটিশ টেলিকমদের জন্য এটা সঠিক সিদ্ধান্ত।‘ হুয়াওয়ে এই নিষেধাজ্ঞাকে মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য খারাপ খবর বলে মন্তব্য করেছে।

এতে দেশটিতে ডিজিটাল সেবায় ধীর গতি, খরচ বাড়া ও প্রযুক্তিগত বিভক্তি তৈরি হবে বলে হুমকি দিয়েছে হুয়াওয়ে।

চীনের ব্রিটিশ রাষ্ট্রদূত লিউ জিয়াওমিং বলেছেন, এমন পদক্ষেপ ছিল হতাশার ও ভুল। অন্য দেশ থেকে কোম্পানির জন্য উন্মুক্ত, স্বচ্ছ ও বৈষম্যহীন পরিবেশ যুক্তরাজ্য তৈরি করতে পারবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে বলছেন তিনি।


ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়