ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘মাস্ক জীবাণুমুক্ত করতে জ্বালানি তেল ব্যবহার করুন’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৭, ৩১ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘মাস্ক জীবাণুমুক্ত করতে জ্বালানি তেল ব্যবহার করুন’

মাস্ক জীবাণুমুক্ত করতে জ্বালানি তেল ব্যবহারের পরামর্শ দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। তার এই পরামর্শ রসিকতা নয় বলেও দাবি করেছেন প্রেসিডেন্ট।  শুক্রবার টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি এ দাবি করেছেন।

গত সপ্তাহেও দুতের্তে বলেছিলেন, জীবাণুমুক্তকরণের সামগ্রী পাওয়া না গেলে পেট্রোল ব্যবহার করা উচিৎ। ব্যাপক সমালোচনার মুখে ওই সময় তার মুখপাত্র বলেছিলেন, প্রেসিডেন্ট রসিকতা করে এ মন্তব্য করেছেন।

শুক্রবার দুতের্তে বলেছেন, ‘আমি যা বলেছি তা সত্য। পেট্রোল স্টেশনে যান এবং কয়েক ফোটা তেল নিন, সেটা জীবাণুমুক্ত হয়ে যাবে।’

তিনি বলেন, ‘আমি রসিকতা করছি না। এটা সত্য। আপনারা মনে করছেন আমি স্রেফ তামাশা করছি।’

গত মার্চ থেকে ফিলিপাইনে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এরপরও দেশটিতে এ পর্যন্ত ৯০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন দুই হাজারের বেশি আক্রান্ত।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা অবশ্য প্রেসিডেন্টের এই দাবির সঙ্গে একমত নন। 

ফিলিপাইন মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হোসে সান্তিয়াগো বলেছেন, ‘জীবাণুমুক্ত করতে আপনি জ্বালানি তেল ব্যবহার করতে পারেন না। এর মাধ্যমে শ্বাস নিলে ক্ষতি হতে পারে এবং তা শ্বাসযন্ত্রের সমস্যার মতো রোগী সৃষ্টি করতে পারে।’


ঢাকা/শাহেদ

রাইজিং বিডি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়